বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৯:০০

‘আমি তাদের অ্যাপার্টমেন্ট দেব’

‘আমি তাদের অ্যাপার্টমেন্ট দেব’

ঢাকা : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, অনেক এমপি আমার কাছে প্লট চায়, কিন্তু আমি তাদের অ্যাপার্টমেন্ট দেব। আমাদের জমি কম কিন্তু জনসংখ্যা বেশি। আমার অধীনে রাজউক, চট্টগ্রাম ও রাজশাহীতে নগর উন্নয়ন কেন্দ্র রয়েছে। এসব এলাকার এমপিরা আমাদের কাছে প্লট চায়। বৃহস্পতিবার ১৫তম আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল স্টেট প্রদর্শনীর উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, আমি বলেছি, আর প্লট দেয়া যাবে না, অ্যাপার্টমেন্ট দেব। আমরা এখন উচ্চ ভবন নির্মাণে মনোযোগী। ঢাকা শহরের সুয়ারেজ সিস্টেম ভালো নয়। ঢাকা দুর্গন্ধের নগরী। দুর্গন্ধের জন্য ভালোভাবে নিঃশ্বাস নেয়া যায় না। তাই সুয়ারেজ ব্যবস্থা উন্নত করতে হবে। তা না হলে গুলশান ও ধানমন্ডি লেক দূষিত হয়ে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বলেন, দেশে প্রচুর সোলার সিস্টেম নির্মাণ করেছি। গত নভেম্বরে আমরা তিন লাখ বাড়িতে বিদ্যুৎ দিয়েছি। এ সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব। তিনি বলেন, আমাদের পশ্চিমাদের দিকে না তাকিয়ে নিজেদের দিকে মনোযোগী হতে হবে। নিজেদের কৃষ্টি, কালচারকে প্রধান্য দিতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত এডওয়ার্ড ডেল রোসাল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য জহিরুল ইসলাস মজুমদার। সেমস গ্লোবাল আয়োজিত এবারের প্রদর্শনীতে ১০টি দেশের উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে