বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩৭:০৪

‌‘আমার দুঃখ লাগে’

 ‌‘আমার দুঃখ লাগে’

ঢাকা : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত ছিল এমন কোনো ব্যক্তির জন্য পৌর নির্বাচনে ‘লেভেল প্লেইং ফিল্ড’ প্রযোজ্য নয়। বিএনপিতে অনেক ক্লিন ইমেজের লোক আছে। পৌর নির্বাচনে যদি তারা বিএনপির প্রার্থী হয়ে থাকে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রযোজ্য হবে। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের ক্রমাগত মিথ্যাচারের প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে। খাদ্যমন্ত্রী বলেন, কোনো প্রার্থী যদি আগুনসন্ত্রাসে জড়িত থাকে তাহলে তার জন্য লেভেল প্লেইং ফিল্ড হবে না। সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপনের উদ্দেশ্যে কামরুল ইসলাম বলেন, আপনি প্রতি দিন সংবাদ সম্মেলনের নামে নির্বাচন নিয়ে মিথ্যাচার করবেন না। আপনারা আগুনসন্ত্রাসীদের মনোনয়ন দিলে বসে থাকবে না আইনশৃঙ্খলা বাহিনী । খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আমার দুঃখ লাগে পাকিস্তান মহান মুক্তিযুদ্ধ নিয়ে ক্রমাগত মিথ্যাচার করছে। অথচ বিরোধী দলের নেত্রী আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানাননি। সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাসমুল হল টুকু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে