মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮, ১২:৪২:৩৭

সুস্থ-সবল গরু চেনার উপায়

সুস্থ-সবল গরু চেনার উপায়

নিউজ ডেস্ক: কোরবানির পশু কেনার আগে ক্রেতাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক। তিনি সুস্থ, সবল কোরবানির গরু চেনার কিছু সহজ উপায় বর্ণনা করেছেন।

ডা. মোহাম্মদ রেয়াজুল হক বলেন, ‘পশু কিনতে তাড়াহুড়ো না করে পর্যাপ্ত সময় নিয়ে হাটে যেতে হবে। আপনার পছন্দের পশুর সম্মুখে কিছু ঘাস/খড় ধরুন। পশুটি সুস্থ থাকলে সে সামান্য কিছু হলেও খাবে। সুস্থ পশুর নাকে বিন্দু বিন্দু ঘাম থাকবে, মাঝে মাঝে জাবর কাটবে।’

তিনি আরো বলেন, ‘সুস্থ পশু সচেতন থাকবে। মাঝে মাঝে কান খাড়া করবে ও লেজ নাড়াবে। কোথাও কোনো শব্দ হলে সুস্থ পশু সেদিকে লক্ষ করবে। অনেকক্ষণ খেয়াল করলে সুস্থ পশুকে পায়খানা ও অথবা প্রস্রাব করতে দেখবেন। গোবর স্বাভাবিক (পাতলা নয়) ও প্রস্রাব থাকবে পরিষ্কার। চলাফেরা স্বাভাবিক কিনা তার জন্য পশুকে হাঁটিয়ে দেখতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে