বুধবার, ২২ আগস্ট, ২০১৮, ০১:৩৪:০৬

গরুর ব্যাপারীদের মধ্য চলছে 'চাপা কান্না'

গরুর ব্যাপারীদের মধ্য চলছে 'চাপা কান্না'

নিউজ ডেস্ক: রাত পোহালেই কোরবানির ঈদ। রাজধানীর পশুর হাটগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। শেষ মুহূর্তে ক্রেতার সংখ্যা কম থাকায় রাজধানীর অনেক হাটেই পশুর দাম পড়ে গেছে।

ছোট গরু টুকটাক বিক্রি হলেও বড় গরুর ব্যাপারীদের মধ্য চলছে চাপা কান্না। কেউ বলছেন লোকসান হলেও তারা গরু বিক্রি করে ফিরছেন। কেউ আবার গরু নিয়ে বাড়ি ফিরছেন।

কমলাপুর, নয়া বাজার, নতুন বাজার হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শেষ বেলায় হাটগুলোতে এখনো অনেক গরু অবিক্রিত রয়ে গেছে। ক্রেতারা কিনছেন। তবে বিক্রেতারা বলছেন গরুর বাজার পড়তির দিকে। 

অন্যদিকে, ঈদের আগের দিন হিসেবে হাটগুলোতে ক্রেতার সংখ্যা অন্যবারের চেয়ে তুলনামূলক কম ছিল আজ। কারণ এবার দুই একদিন আগে থেকেই হাটগুলোতে বেচাকেনা বেশ জমে উঠে। এছাড়া গরুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে