বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৮:১৪

‘প্রচারণা চালালে আইনি ব্যবস্থা’

‘প্রচারণা চালালে আইনি ব্যবস্থা’

নিউজ ডেস্ক : নির্বাচনের ২১ দিন আগে পৌরসভা নির্বাচনের কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবে না। যদি কেউ চালান তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে সংশ্লিষ্ট সব রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বিএনপি প্রার্থীদের মনোনয়ন জমাদানে বাধা দেয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো পায়নি। তবে কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। মো. শাহনেওয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, নির্বাচনের আগে কমিশনের প্রতি আস্থা বজায় রাখুন। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে