শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ১২:০১:৪৬

ছয় নম্বরে বাংলাদেশ

 ছয় নম্বরে বাংলাদেশ

নিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির সূচকে ছয় নম্বরে বাংলাদেশ। এক নম্বরে রয়েছে হন্ডুরাস। গত একদশকে সারাবিশ্বে বন্যা, ভূমিধস ও খরার মতো দুর্যোগে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জার্মানির বনভিত্তিক জলবায়ু পরামর্শক গোষ্ঠী ‘জার্মান ওয়াচ’ প্রকাশিত ‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক-২০১৬’ এর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটি আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়। খবর : এএফপি ঝুঁকির সূচকে হন্ডুরাসের পর ক্রমান্বয়ে রয়েছে মিয়ানমার ও হাইতি। প্রতিবেদনটিতে বলা হয়, বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে না পারলে ঝুঁকির সূচকে থাকা দেশগুলোতে দুর্যোগ বাড়ার ঝুঁকি রয়েছে। জলবায়ুবিষয়ক প্যারিস সম্মেলনে যোগ দেয়া ১৯৫টি দেশের প্রতিনিধির প্রতি প্রতিবেদনটি একটি সতর্কবার্তা বলে মনে করা হচ্ছে। প্যারিস সম্মেলনে যোগদানকারীরা জলবায়ু বিষয়ে একটি চুক্তিতে পৌঁছার চেষ্টা করছেন। জার্মান ওয়াচের প্রতিবেদনে বলা হয়, মানবজাতি যদি গ্রিন হাউস গ্যাস নির্গমন আটকাতে না পারে তাহলে সমুদ্রসীমার উচ্চতা, ঝড়, বন্যা ও খরা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। এদিকে বিশ্বব্যাংক বলছে, সমুদ্রের পানির উচ্চতা যদি দুই ফুটের চেয়ে সামান্য বেশি বাড়ে তাহলে বাংলাদেশের ৪০ ভাগ চাষযোগ্য জমি লবণ পানিতে তলিয়ে যাবে৷ ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে