শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৬:১৪:৫৩

‘ভারতের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বাংলাদেশ’

‘ভারতের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বাংলাদেশ’

ঢাকা: ভারতের তামিলনাড়ু ও গুজরাটে ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষ‌তির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন, ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে আমরা এই দুর্যোগে আপনাদের পাশে আছি। গতকাল বৃহস্পতিবার মোদিকে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনা আরো বলেন, দুর্যোগের এই সময়ে আমি আমার সরকার ও জনগণের পক্ষ থেকে ভারতের দুর্গত এলাকার বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাই। এ ছাড়াও বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা ক‌রে‌ন। উল্লেখ্য, অসময়ে প্রবল বৃষ্টিতের ফলে সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও চেন্নাই থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাত হাজারের অধিক মানুষ। ৪ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে