শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ১১:১৬:১৫

ভোটযুদ্ধে ১৩৬৮৯ জন

ভোটযুদ্ধে ১৩৬৮৯ জন

ঢাকা : এবার ভোটযুদ্ধে ১৩৬৮৯ জন অংশ নিয়েছেন।দলীয় প্রতীকে প্রথমবারের মত আসন্ন পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। শুক্রবার হিসাব শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের ২৩৫টি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোট ১৩,৬৮৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে মেয়র পদে ১,২২৩ জন। সাধারণ কাউন্সিলর পদে ৯,৭৯৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২,৬৬৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ইসির সহকারী সচিব রাজীব আহসান এ তথ্য দিয়ে বলেন, ‘শনিবার থেকে সম্ভাব্য প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা।’ এবারই প্রথম দেশে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। তবে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচন হবে আগের মত নির্দলীয়ভাবে। নির্বাচনে প্রায় ৩,৫৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এতে পুরুষ ভোটার প্রায় ৩৫ লাখ ৮৬,৩৫৬ জন এবং নারী ভোটার ৩৫ লাখ ৭৬,০৪০ জন। ভোটগ্রহণে ৬১,১৪৩ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে