শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৩:২২:৫২

‘মসজিদে ইমামদের নজরদারি করবে এসবি’

‘মসজিদে ইমামদের নজরদারি করবে এসবি’

ঢাকা : প্রতি শুক্রবার জুমার নামাজের সময় রাজধানীসহ শহরের গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে ইমামদের নজরদারি করবে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন সদস্য। এ জন্য এসবির একজন করে সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শনিবার সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শহীদুল হক বলেন, ইমামরা তাদের বক্তব্য ও খুতবায় জঙ্গিদের নিয়ে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন কিনা সে বিষয়ে জানতে জুমার নামাজের সময় শহরগুলোর প্রতিটি মসজিদে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন করে সদস্য মোতায়েন করা হবে। তিনি বলেন, সরকার ইসলামবিরোধী নয়। তরুণ যুবকদের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যারা ইসলামবিরোধী প্রচারণা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে প্রকৃত আলেম-ওলামাদের মিডিয়ায় ইসলামী বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়ার ব্যবস্থা করা হবে। কয়েকজন আলেম পিস টিভি বন্ধের দাবি জানালে শহীদুল হক বলেন, আপনারা পিস টিভি বন্ধের যৌক্তিক কারণ দেখিয়ে সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদন করুন। কারণ যৌক্তিক বিবেচিত হলে সরকার প্রয়োজনে পিস টিভির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর গোলাম মাওলা নকশবন্দী বলেন, যারা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত তারেই গোপনে বোমা মেরে নাশকতা সৃষ্টি করছে। মসজিদের ইমামদের খুতবা রেকর্ড করা ও ইমামদের নামের তালিকা করা উচিত। যাতে তারা সরকারবিরোধী বক্তব্য ও প্রচারণা না চালাতে পারে। আহলে সুন্নত আল জামাতের সভাপতি সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ইহুদি ও মার্কিনদের সঙ্গে আইএসের সম্পর্ক রয়েছে। এদের মাধ্যমে তারা বাংলাদেশে হস্তক্ষেপ করতে চায়। কওমি ও আলিয়া মাদরাসার মাধ্যমে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদের সম্পর্কে সঠিক তদারকি প্রয়োজন। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে