শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৪:০১:৩৬

‘দেশটি বাংলাদেশকে অকার্যকর করতে চায়’

‘দেশটি বাংলাদেশকে অকার্যকর করতে চায়’

ঢাকা : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, পাকিস্তানিরা কৌশলে বাংলাদেশে প্রবেশ করে দেশকে অকার্যকর করার চেষ্টা করছে। শনিবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের নব-নির্মিত ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে অবৈধ ও বৈধভাবে যেসব পাকিস্তানি প্রবেশ করেছে তারাই জঙ্গি তৎপরতার পেছনে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকিদেরও খুঁজে রেব করতে হবে। তিনি বলেন, মানবতাবিরোধীদের বিচারের ব্যাপারে পাকিস্তানের বক্তব্য উস্কানিমূলক। পাকিস্তান মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা চালিয়েছে তা এখন অস্বীকার করার চেষ্টা করছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বর্বরতার সাক্ষী। তাদের অপকর্ম প্রমাণ করতে বইপুস্তক বা দলিলের দরকার নেই। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে