শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৪:১২:৫১

আমরা রেডি আছি : সালমা আলী

আমরা রেডি আছি : সালমা আলী

নিউজ ডেস্ক : মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ১৬ বছর করা হলে তা মেনে নেবে না নারী সমাজ। এ ধরনের কোনো আইন হলে প্রয়োজনে আদালতে যাব। শনিবার জাতীয় প্রেসক্লাবে নারী নির্যাতন বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী। ‌‘নারী ও শিশু নির্যাতন, হত্যা, অপহরণ প্রতিকার এবং প্রতিরোধ’ বিষয়ক সেমিনারের আয়োজন করে নারী ঐক্য পরিষদ। সালমা আলী বলেন, ১৮ বছরের নিচে একজন মেয়ে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকে না। আমরা রেডি আছি, আইন হলেই আদালতে যাব। বিয়ের বয়স ১৮ করা হলে সেটা নারীবান্ধব হবে। মানিকগঞ্জে বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় তিনি বলেন, পত্রিকায় যেটুকু আসে বাস্তবে তার চেয়েও আরো বেশি। সেমিনারে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, সাহিত্যিক সেলনা হোসেন, মহিলা ও শিশু অধিদফতরের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন প্রমুখ। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে