শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৯:৫৯

‘সমস্যা অনেক গভীর’

‘সমস্যা অনেক গভীর’

ঢাকা : সুশাসনের সমস্যা অনেক গভীর বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশ অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. আকবর আলি খান। তিনি বলেছেন, বাংলাদেশ হলো এমন একটি দেশ যেখানে দুর্নীতি করার পরও ব্যবস্থা নেয়া হয় না। তিনি বলেন, সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে পড়েছে। তবে দুর্নীতির সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। সুশাসনের সমস্যা অনেক গভীর। শনিবার রাজধানীর ধানমন্ডির রাইডাস সেন্টারে টিআইবি আয়োজিক এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় আকবর আলি খান গণমাধ্যমের অনেক সফলতার দিক তুলে ধরে বলেন, বাংলাদেশে গণমাধ্যমের যে অর্জন তাতে গর্ব করার মতো। তাদের সফলতা উল্লেখ করার মতো অনেক আছে। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে