শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:২৯:৫১

লিটনের বিতর্কিত আউট নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

লিটনের বিতর্কিত আউট নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: গতকাল এশিয়া কাপে লিটনের বিতর্কিত আউট নিয়ে টাইগার ভক্তদের পাশাপাশি হতাশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরে এক আলোচনা সভায় মাশরাফিদের পরাজয় নিয়ে হতাশার কথাও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন আজকে সবার মন খারাপ। কারণ বিতর্কিত সিদ্ধান্তে আমরা ক্রিকেটে হেরে গেলাম। কিন্তু আমরা হারিনি, আমরা হারব না। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো যোগ করেন বাংলাদেশের টাইগাররা চোট খেলেছে। কিন্তু এশিয়া কাপের ফাইনালে শেষ মুহূর্ত পর্যন্ত কয়েকবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াই করেছে।

শেষ বল পর্যন্ত ঘাম ঝরিয়ে ভারতকে বিজয় দেখতে হলো। এদিকে এশিয়া কাপের ফাইনালে গতকাল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিটাও তুলে লিটন তুলে নেন ৮৭ বলে। ১২১ রান নিয়ে তিনি বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।

এমন সময়ই বিতর্কিত সিদ্ধান্তটির মুখোমুখি হন লিটন কুমার দাস এবং বাংলাদেশ। ৪১তম ওভারে ইয়ুজভেন্দ্র চাহালের শেষ বলটি একটু এগিয়ে এসে খেলতে গিয়ে মিস করেন লিটন। বলটি সঙ্গে সঙ্গেই স্ট্যাম্প ভেঙে দেন কিপার ধোনি। আউটের আবেদন করলে আম্পায়ার থার্ড আম্পায়ার কল করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে