শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৭:১৩:৫২

বিএনপির পরামর্শ

বিএনপির পরামর্শ

নিউজ ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়িয়ে যেসব বক্তব্য দেয়া হচ্ছে তাতে পররাষ্ট্রনীতিতে প্রভাব পড়বে বলে মনে করে বিএনপি। দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষতি হয় এমন বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দলটি। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। আসাদুজ্জামান রিপন বলেন, পৌর নির্বাচন অবাধ ও নিরপেক্ষতার মধ্যদিয়ে সম্পন্ন করতে পারলে বর্তমানে যে সংকটে রয়েছে তা থেকে উত্তরণে একধাপ এগুতে পারবে সরকার। তিনি বলেন, আইএস ও জঙ্গিবাদের কথা বলে দোষারোপের রাজনীতি করে ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ। ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচন করে তারা দুর্বল হয়েছে। দোষারোপের রাজনীতি করে আরো দুর্বল হয়ে পড়বে। আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপিকে কোণঠাসা করতে এ ধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বিএনপির কখনো ক্যুর মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটে বারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। তিনি বলেন, আইএস কীভাবে কারা তৈরি করেছে সেই বিতর্কে যাবে না বিএনপি। ১২ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী নিশা দিশাই বিসওয়াল বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে প্রভাব পড়বে, বন্ধুত্বের ক্ষতি হবে- এমন বক্তব্য দেয়া ঠিক নয়। কারণ আমরা এখনো আমেরিকার কাছ থেকে জিএসপি সুবিধা পায়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য তগদির হোসেন জসিম প্রমুখ ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে