শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩৭:২৯

মুক্তির যুক্তি দিলেন আনিসুল হক

মুক্তির যুক্তি দিলেন আনিসুল হক

ঢাকা : বিশ্বের অনেক দেশের তুলনায় ঢাকা নিরাপদ বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তবে আমাদের অনেক সমস্যাও আছে, তা থেকে মুক্তির যুক্তি তুলে ধরেন তিনি। আনিসুল হক বলেন, জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উষ্ণ হয়ে উঠছে রাজধানী ঢাকা। এ থেকে মুক্তির একমাত্র উপায় গাছপালা বৃদ্ধি করা। এটা শুরু করা যেতে পারে বাড়ির ছাদ, বারান্দা আর জানালা থেকেই। আজ সবুজ ঢাকা আন্দোলনের কর্মসূচির উদ্বোধন হলেও আসলে ঢাকাকে সবুজ করার প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়েছে বলে জানান তিনি। বিশ্বের অনেক দেশের তুলনায় ঢাকা বাসযোগ্য শহর এবং একে আরো ভালো করা উচিত। শনিবার সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘ছাদে বাগান’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ‘সবুজ ঢাকা’ আন্দোলন কর্মসূচিকে সফল করতে পারে। ইসলামিক রিলিফ বাংলাদেশ ও সবুজ ঢাকার সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শাদাত উল্লাহ, বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে