শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫০:৪৯

চুমকির হুঁশিয়ারি

চুমকির হুঁশিয়ারি

ঢাকা : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি পাকিস্তানকে জঙ্গিরাষ্ট্র আখ্যায়িত করে বলেছেন, সরকার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখুক- এটা আমরা চাই না। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও গণমিছিলে তিনি এ কথা বলেন। মুজিব সেনা ঐক্য লীগ এ মানববন্ধনের আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, রাজাকারের বিচারকে কলুষিত করতে চায় পাকিস্তান। তাই তারা যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পশ্চিমারা বাংলাদেশে ঢুকতে আইএসের অস্তিত্ব আছে তা প্রমাণ করতে চায়। তাদের লক্ষ্য যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা। এসময় তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে চুমকি বলেন, আপনারা সাবধান হোন। ষড়যন্ত্র করে একজন রাজাকারকেও বাঁচাতে পারবেন না। আয়োজক সংগঠনের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে মানববন্ধনে কৃষক লীগের সহ সভাপতি এম এ করিম বক্তব্য রাখেন। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে