শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪১:৪৯

শেখ হাসিনার নেতৃত্বে ২০২৪ সাল : ইনু

শেখ হাসিনার নেতৃত্বে ২০২৪ সাল : ইনু

ঢাকা : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আর কোনোদিন সামরিক শাসন ও স্বাধীনতাবিরোধী রাজনৈতিক শক্তি ক্ষমতায় না আসে সে জন্য গণতন্ত্রের মুখোশধারী খালেদা-বিএনপি-জঙ্গিচক্রকে নিষ্ক্রিয় করতে হবে। কারণ জঙ্গি ও স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা করে তারা। আজ শনিবার রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর জাসদ (পূর্ব) এ সম্মেলনের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জাসদ নেতা শহীদুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, শিরীন আখতার এমপি, নাজমুল হক প্রধান এমপি ও স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। বক্তব্য রাখেন জাসদ সহ-সভাপতি মীর হোসেন আখতার, জাসদ নেতা শাহ আলম, ওয়াহিদুজ্জামান রিপন, এজাজ চৌধুরী লিটন ও মহিউদ্দিন আহমদ। জাসদ সভাপতি ইনু বলেন, রাজনীতি ও অর্থনীতির পরবর্তী ধাপ হচ্ছে জঙ্গিমুক্ত নিরাপদ সমাজ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমৃদ্ধ অর্থনীতি। ২০১৯ সাল পর্যন্ত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করবে। পরবর্তীতেও শেখ হাসিনার নেতৃত্বে মহাঐক্যের মাধ্যমে ২০২৪ সাল পর্যন্ত দেশ পরিচালনা করতে হবে। তিনি বলেন, কোনো অবস্থাতেই জামায়াত-বিএনপি ও আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না। আগামীর বাংলাদেশে কোনো স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী রাষ্ট্র পরিচালনা করবে না। রাষ্ট্র পরিচালনা করবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সম্মেলন শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে সভাপতি ও শাহ আলমকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে