রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৪:২৭:২৫

বাংলাদেশে ‘পিস টিভি’ সম্প্রচার বন্ধের দাবি

বাংলাদেশে ‘পিস টিভি’ সম্প্রচার বন্ধের দাবি

নিউজ ডেস্ক : ডা. জাকির নায়েক ইসলামিক চ্যানেল পিস টিভির মাধ্যমে দেশে দেশে জঙ্গিবাদ প্রচার করছেন বলে অভিযোগ তুলে বাংলাদেশে টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছেন ওলামা-মাশায়েখদের একটি অংশ। শনিবার পুলিশ সদর দপ্তরে ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় তারা এ দাবি জানান। এসময় পুলিশের আইজি শহীদুল হক বলেন, পিস টিভি বন্ধের ব্যাপারে আপনারা বলেছেন, সেখানে ইসলাম বিরোধী প্রচারণা হচ্ছে, জঙ্গিবাদকে উসকে দেওয়া হচ্ছে। প্রকৃত ইসলামের সঙ্গে কনফ্লিক্ট তৈরি করে এমন কোন সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তা তথ্যমন্ত্রী ও পুলিশকে জানান। বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে। জনগণকে জঙ্গিবাদ বিরোধী তৎপরতায় উদ্বুদ্ধ করতে ওলামা-মাশায়েখদের আহ্বান জানিয়ে একেএম শহীদুল হক বলেন, যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে তাহলে সেটা সামনে এসে বলুন কিন্তু বোমা মেরে জিহাদ কায়েম করলে সেটা বোঝায় যায় যে তারা দুস্কৃতিকারী। বৈঠকে নিজেদের নিরাপত্তায় পুলিশের সহায়তা চান ওলামা মাশায়েখরা। তারা বলেন, পুলিশ যদি আমাদের নিরাপত্তা দেয় তাহলে এদেশে জঙ্গিবাদের অস্তিত্ব থাকবে না। আগামীতে জেলায় জেলায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি আয়োজন করা হবে বলে বৈঠকে জানানো হয়। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জমামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ০৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে