রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:১১:৫৫

তিনমন্ত্রীর সঙ্গে ফেসবুকের বৈঠক আজ

তিনমন্ত্রীর সঙ্গে ফেসবুকের বৈঠক আজ

ঢাকা : আর কিছুক্ষণ পরেই তিনমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ফেসবুক কর্তৃপক্ষ। এর আগে সরকারের আহ্বানে সাড়া দিয়ে শনিবার রাতে ঢাকায় এসেছেন সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দুই উর্ধ্বতন কর্মকর্তা। আজ রোববার সকাল ৯টায় তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অংশ নেবেন। এছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীও উপস্থিত থাকবেন। এর আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, তার আহ্বানে সাড়া দিয়ে ফেসবুকের দুই কর্মকর্তা শনিবার ঢাকায় এসেছেন। রোব্বার তাদের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা বৈঠক করবেন। ওই বৈঠকে দেশের মানুষের নিরাপত্তার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে সরকারের পক্ষে চিঠি পাঠান তারানা হালিম। এদিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গত ১৮ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হলে শিগগির খুলতে পারে এসব যোগাযোগ মাধ্যম। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে