রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৯:১৪

এবার মসজিদে নজরদারি

এবার মসজিদে নজরদারি

ঢাকা : খ্রিস্টান ধর্মতাত্ত্বিকদের অনুকরণ করে যুক্তিতর্কের নামে ইসলামের উগ্র ব্যাখ্যা প্রচারে লিপ্ত বিতর্কিত পিস টিভির সম্প্রচার অবিলম্বে বন্ধে আলেমদের আহ্বানে সাড়া দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তবে জুমার নামাজের সময় শহরগুলোর প্রতিটি মসজিদে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন করে সদস্য মোতায়েনের নির্দেশ দিলেন পুলিশ প্রধান। শনিবার পুলিশ সদর দপ্তরে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ থেকে আলেমরা পিস টিভির সম্প্রচার বন্ধের দাবি জানান। আলেমদের অভিযোগ, পিস টিভির মাধ্যমে জাকির নায়েক দেশে দেশে জঙ্গিবাদ প্রচার করছেন। পিস টিভির নেপথ্যে বিতর্কিত সালাফি মতবাদের অনুসারীদের সঙ্গে একজন প্রভাবশালী নেতা জড়িত বলে জানা গেছে। তিনি জরুরি অবস্থার সময় ঢাকা কারাগারে বন্দি থাকার সময় পিস টিভির নেপথ্য নায়ক এক আলেমের মাধ্যমে প্রভাবিত হন। আলেমদের পিস টিভি বন্ধের দাবির ব্যাপারে আইজিপি শহীদুল হক বলেন, আপনারা পিস টিভি বন্ধের ব্যাপারে বলেছেন, সেখানে ইসলাম বিরোধী প্রচারণা হচ্ছে, জঙ্গিবাদকে উসকে দেওয়া হচ্ছে। প্রকৃত ইসলামের সঙ্গে কনফ্লিক্ট তৈরি করে এমন কোন সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তা তথ্যমন্ত্রী ও পুলিশকে জানান। বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে। যৌক্তিক বিবেচিত হলে প্রয়োজনে সরকার পিস টিভি বন্ধের ব্যবস্থা নেবে। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে একের পর এক উগ্রপন্থী অপরাধের ঘটনা ঘটছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হল, গোপিবাগে কথিত ইমাম মাহদীর সেনাপতিকে হত্যা, বাড্ডায় পীর খিজির খান আর রাজাবাজারে মাওলানা ফারুকী, ধারাবাহিকভাবে ব্লগার প্রকাশক লেখক ও বিদেশী হত্যাকাণ্ড, শিয়া মসজিদ ও রাস উৎসবে হামলা। সবগুলোর পেছনেই জঙ্গী সম্পৃক্ততার তথ্য গোয়েন্দাদের হাতে। এমন পরিস্থিতিতে জঙ্গিবাদের উত্থান ঠেকাতে ৩৫টি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দুজন শিক্ষককে পুলিশ সদর দপ্তরে আলোচনার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ আলোচনা চলে। আলোচনায় ওলামা ও ইমামেরা বলেন, ওয়াহিবি, জাহাবি, সালাফি, মওদুদবাদী হিযবুত তাহরির সব একই গোষ্ঠী এবং তারা জঙ্গি কর্মকাণ্ডে জড়িত। তাদের মৌটিভেট করতে হবে। প্রয়োজনে তারা কী চায় তা নিয়ে সরাসরি বসতে হবে। বৈঠক সরকাপন্থী আলেমরা নিজেদের নিরাপত্তায় পুলিশের সহায়তা চেয়ে বলেন, আপনারা যদি আমাদের নিরাপত্তা দেন তাহলে এদেশে জঙ্গিবাদের অস্তিত্ব থাকবে না। সভায় ওলামা-ইমামদের সহযোগিতা চেয়ে আইজি শহীদুল হক বলেন, সরকার ইসলাম বিরোধী নয়।ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে, তরুণ যুবকদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে, তাদের বোঝানো হচ্ছে হত্যা করলে বেহেস্ত যাওয়া যাবে। ইসলাম শান্তির ধর্ম, এখানে হত্যার কোন জায়গা নেই। কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে যারা দেশ ও ইসলামের নিরাপত্তারা জন্য হুমকি, তাদের বিরুদ্ধে সমন্বিতভাবে জনমত তৈরি করত হবে। ওয়াজ মাহফিলে জঙ্গিবাদ বিরোধী বক্তব্য প্রচার করতে হবে। ফতোয়ার বিরুদ্ধে কথা বলতে হবে। এ সময় আইজি বলেন, ২১ জন জঙ্গির ফাঁসির আদেশ হয়ে আছে। অতি দ্রুত মামলাগুলো নিষ্পত্তি হোক সেটা আমরা প্রত্যাশা করছি। ধর্মের নামে যারা অপপ্রচার করে তাদের কাউন্টার দেবেন। সত্যিকার ইসলামের দর্শন প্রচার করতে হবে। ইসলামের সঠিক দর্শন প্রচার করতে প্রকৃত আলেম-ওলামাদের মিডিয়ায় বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। আইজি বলেন, এখন থেকে ওয়াজ মাহফিল করতে হলে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। আর ওয়াজ মাহফিলে বক্তব্য রেকর্ড করতে হবে। তিনি বলেন, তাদের (আলেম-ইমাম) সাহায্যে জঙ্গিবাদ চিহ্নিত করে ব্যবস্থা নিতে চায় পুলিশ। তিনি খুতবায় জঙ্গিবাদ বিরোধী প্রচার রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, মসজিদের ইমামদের তালিকা করতে হবে। মুজাহিদের ফাঁসির দিন অনেক মসজিদে দোয়া ও কান্নাকাটি হয়েছে। ইমামদের তালিকা পুলিশের কাছে থাকলে তাদের চিহ্নিত করা যেত। শহীদুল হক জানান, ইমামরা তাদের বক্তব্য ও খুতবায় জঙ্গিদের নিয়ে কোনো উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন কিনা সে বিষয়ে জানতে জুমার নামাজের সময় শহরগুলোর প্রতিটি মসজিদে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন করে সদস্য মোতায়েন করা হবে। এদিকে সভায় উপস্থিত পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত আইজি জাবেদ পাটেয়ারি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করে যাবে পুলিশ। ইসলামের অপব্যাখ্যা করে যুব সমাজকে জঙ্গিবাদের দিকে ধাবিত করা হচ্ছে। তাদের ইসলামের সঠিক ব্যাখ্যার মাধ্যমে কাউন্টার দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশে তিন লাখেরও বেশি মসজিদ, মাদ্রাসা আছে। সেখানে একজন করে কনস্টেবল দেওয়ার মতো লোকবল নেই পুলিশের। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জমামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে