রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪৯:৫৩

দুর্গেও লাঙ্গল নেই

দুর্গেও লাঙ্গল নেই

নিউজ ডেস্ক : কুড়িগ্রাম ও লালমনিরহাট সদরে এবার পৌর নির্বাচনে লাঙ্গলের প্রার্থী পায়নি জাতীয় পার্টি। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে জাপার মেয়র প্রার্থী না থাকায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অথচ জাতীয় পার্টির এক সময়ের দূর্গখ্যাত উত্তরাঞ্চল। দলীয় কোন্দল ও যোগ্য প্রার্থীর অভাবে এমনটাই হয়েছে বলে অভিযোগ জাপা সমর্থকদের। কুড়িগ্রাম-২ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির থাকা সত্ত্বেও এখানে জাপার মেয়র প্রার্থী নেই। স্থানীয় জাপা সূত্রে জানা গেছে, দলটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো যোগ্য প্রার্থী খুঁজে না পাওয়ায় দলীয় চেয়ারম্যান কাউকে মনোনীত করেননি। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সদস্য সচিব রেজাউল করিম বাবু জানান, কুড়িগ্রাম পৌরসভায় জাপার কোনো প্রার্থী নেই। তবে কেন্দ্র থেকে দলীয় চেয়ারম্যান নাগেশ্বরীতে বর্তমান মেয়র আব্দুর রহমানকে এবং উলিপুর পৌরসভায় মেয়র পদে সফিকুল ইসলাম দারাকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিতে মনোনীত করেছেন। এদিকে জাতীয় পার্টির দূর্গখ্যাত কুড়িগ্রাম সদরে মেয়র প্রার্থী না থাকায় অভ্যন্তরীণ কোন্দলে আবারো দলে ফাটল স্পষ্ট হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। এমতাবস্থায় স্থানীয় জাপার নেতাকর্মীরা আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে ঝুঁকে পড়েছেন। একই চিত্র দেখা গেছে লালমনিরহাট পৌরসভায়। সেখানেও প্রার্থী সঙ্কটে পড়ে মনোনয়ন জমা দিতে পারেনি জাতীয় পার্টি। লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এস কে খাজা মঈন উদ্দিন প্রার্থী সঙ্কটের কথা স্বীকার করেছেন। জাপার এই নেতা বলেন,‘অতীত অভিজ্ঞতা থেকে এখানে ভোট নিয়ে বড় সংশয় রয়েছে। এ অবস্থায় জাতীয় পার্টির কেউই মেয়র পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখায় নি। এ কারণেই লালমনিরহাট পৌরসভায় লাঙ্গল প্রতীকের কোনো প্রার্থী নেই। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে