রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ১০:৪০:২৫

জাপানি নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জাপানি নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা : জাপানি নারী হিরোয়ি মিয়াতা (৬১) মৃতের হত্যা মামলার প্রধান আসামি জাকির পাটোয়ারি রতনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বেনাপোলের সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, বেনাপোল থানা পুলিশের সঙ্গে এই গ্রেফতার অভিযানে অংশ নেয় রাজধানী ঢাকার উত্তরা-পূর্ব থানা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, জাপানি নাগরিক হিরোয়ি মিয়াতা মৃতের ঘটনায় জাকির পাটোয়ারি রতনকে গ্রেফতার করা হয়েছে। বেনাপোল থেকে তাকে ঢাকায় আনা হচ্ছে। গত ২২ নভেম্বর হিরোয়ি মিয়াতাকে হত্যার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় ছয়জনকে আসামি করে মামলা করে অপারেশন অফিসার মিজানুর রহমান। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতারও করে। পরে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় ২৪ দিন ধরে মিয়াতা নিখোঁজ ছিলেন উল্লেখ করে ১৯ নভেম্বর জাপান দূতাবাসের ভাইস কাউন্সিলর কুসুকি মাৎসুনা উত্তরা পূর্ব থানায় জিডি করেন। পরে জানা যায়, ২৯ অক্টোবর মিয়াতা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর হিরোয়ি মিয়াতাকে উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় কবরস্থানে মুসলমান পরিচয়ে দাফন করা হয়। জাপান থেকে হিরোয়ি মিয়াতার মা টেলিফোনে মেয়ের খোঁজখবর রাখতেন। ২৬ অক্টোবর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পেলে মিয়েতার মা বিষয়টি ঢাকায় জাপান দূতাবাসকে অবহিত করেন। এরপর আদালতের নির্দেশে গত ২৭ নভেম্বর জাপানি নারী হিরোয়ি মিয়েতার মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে