রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০১:০৯:০০

শিগগিরই খুলে দেয়া হবে ফেসবুক : স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই খুলে দেয়া হবে ফেসবুক : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকায় সফররত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।আরেকটু চিন্তা-ভাবনার পরে শিগগিরই ফেসবুক খুলে দেওয়া হবে।’ রোববার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এই বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, বিটিআরসিসহ আইনশৃঙ্খলা বাহিনীরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর ফেসবুকের পক্ষে তাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পলিসি ম্যানেজার দিপালী লিবার হেন এবং রাজনৈতিক ও আইন উপদেষ্টা বিক্রম লাং বৈঠকে অংশ নেন। সকাল ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা এই বৈঠক চলে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি-জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় দুই নেতার ফাঁসির রায় ঘিরে গত ১৮ নভেম্বর সরকার ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ করে দেয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই ইন্টারনেটভিত্তিক এসব সেবা বন্ধ রাখা হয়েছে। এখনো এসব সেবা বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে অনেকেই ব্যবহার করছেন। এমন প্রেক্ষপটে আলোচনার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ফেসবুককে চিঠি লেখে। তাতেই সাড়া দিতে শনিবার ঢাকা এসেছেন ফেসবুকের দুই কর্মকর্তা। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে