সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৭:৫৬

সাকার আইনজীবী ব্যারিস্টার ফখরুলের জামিন

সাকার আইনজীবী ব্যারিস্টার ফখরুলের জামিন

ঢাকা : বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের ঘটনায় তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার সকালে বিচারপতি এন ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় ফখরুলের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান। ২০১৩ সালের ১ অক্টোবর যুদ্ধাপরাধে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল। এ রায় ঘোষণার আগেই তার পরিবার রায় ফাঁস হয়েছে বলে ট্রাইব্যুনালে উল্লেখ করেন। এ অভিযোগে ৪ অক্টোবর ওই আইনজীবীর নামে মামলা করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসিরুদ্দিন। ২১ নভেম্বর এ মামলায় তাকে গ্রেফতার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন। ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে