সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩০:২৮

গাজীপুর-রংপুরের জন্য মহানগর পুলিশ

 গাজীপুর-রংপুরের জন্য মহানগর পুলিশ

নিউজ ডেস্ক : গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনের জন্য গঠন করা হচ্ছে মহানগর (মেট্রোপলিটন) পুলিশ। এ জন্য ‘গাজীপুর মহানগরী পুলিশ আইন-২০১৫’ ও ‘রংপুর মহানগরী পুলিশ আইন-২০১৫’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য। তিনি বলেন, অন্যান্য সিটি করপোরেশন এলাকায় পুলিশের জন্য মেট্রোপলিটন পুলিশ আইন রয়েছে। এটা করা হয় জনগণকে অধিকতর আইনি ও পুলিশি সেবা দেয়ার জন্য। গাজীপুর ও রংপুরে একই উদ্দেশ্যে আইনগুলো করা হচ্ছে। বিজয় ভট্টাচার্য বলেন, মন্ত্রিসভা আইনটি চূড়ান্ত করতে পরবর্তী প্রক্রিয়াগুলো শেষ করার নির্দেশনা দিয়েছে। সেবাগুলো যাতে আরো সুন্দরভাবে দেয়া যায় সেজন্য পর্যবেক্ষণ দেয়া হয়েছে। আইন দুটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। দেশের অন্যান্য মেট্রোপলিটন আইনগুলো যেভাবে হয়েছে এ আইন দু’টিও সেভাবেই হবে। অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য বলেন, নীতিগত অনুমোদন দেয়ায় এ মুহূর্তে আইনে কি আছে তা বলা যাচ্ছে না। কোনো বিষয় হয়তো পরবর্তী সময়ে নাও থাকতে পারে। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিদেশে অবস্থান করায় মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন অতিরিক্ত সচিব। ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে