সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪২:০০

প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক : মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের কাজে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি। যার যার দফতরের ও উন্নয়নমূলক কাজে নজর দিতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে বৈঠক সূত্রে জানা গেছে। দেশের চলমান উন্নয়নে আরো অগ্রগতি আনতে তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহবানও জানয়েছেন। এদিকে গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনের জন্য ‘গাজীপুর মহানগরী পুলিশ আইন-২০১৫’ ও ‘রংপুর মহানগরী পুলিশ আইন-২০১৫’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য। তিনি বলেন, অন্যান্য সিটি করপোরেশন এলাকায় পুলিশের জন্য মেট্রোপলিটন পুলিশ আইন রয়েছে। এটা করা হয় জনগণকে অধিকতর আইনি ও পুলিশি সেবা দেয়ার জন্য। গাজীপুর ও রংপুরে একই উদ্দেশ্যে আইনগুলো করা হচ্ছে। ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে