সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৫:৫৭:০৫

‘তারা আগের মতো আর হরতাল ডাকে না’

‘তারা আগের মতো আর হরতাল ডাকে না’

ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক জঙ্গিবাদী রাজনীতির পথ পরিহার করে গণতান্ত্রিক রাজনীতির পথে ফিরে আসুন। সোমবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পেট্রলবোমা মেরে দেশের নিরীহ মানুষ হত্যা, হেফাজতের উত্থান, শিয়া-সুন্নী বিভেদ সৃষ্টি করার জন্য বিএনপিকে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, জামায়াতকে নিয়ে যাত্রা শুভ হবে না। মুক্তিযুদ্ধ না মানলে, যুদ্ধাপরাধীদের বিচারকে সাধুবাদ না জানালে এবং জামায়াতের সঙ্গ ত্যাগ না করলে রাজনীতি করা যাবে না। বিএনপির উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, বিদেশে লবিষ্ট নিয়োগ করে কোনো লাভ হবে না। তারা সেটি বুঝতে পেরেছে। বিএনপি-জামায়াত আর আগের মতো কথায় কথায় হরতাল আহবান করে না। ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে