সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪৯:৪৩

‌‘উদ্যোগ নিলে সাড়া দেবে বিএনপি’

 ‌‘উদ্যোগ নিলে সাড়া দেবে বিএনপি’

ঢাকা : সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠু না হলে আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচনের বাসনা পূরণ হবে না। নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। বিএনপির প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে দীর্ঘদিন ভোট দিতে না পারা মানুষের মনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সাবেক মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৪তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। মওদুদ আহমেদ বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জাতীয় ঐক্যের উদ্যোগ নিলে সাড়া দেবে বিএনপি। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি যে গণতান্ত্রিক আন্দোলন করছে তা সফলতার মুখ দেখবে। তবে সিটি নির্বাচনের মতো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলে সরকারের অধীনে জাতীয় নির্বাচন করার যে বাসনা রয়েছে তা পূরণ হবে না। তিনি বলেন, গণতন্ত্র ফিরে পেতে চায় মানুষ। গণতন্ত্র ফিরিয়ে দিলে জঙ্গিরা নিষ্ক্রিয় হয়ে যাবে। দেশে গণতন্ত্র থাকলে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে জনগণই প্রতিহত করবে। এজন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের প্রয়োজন হবে না। মওদুদ আহমেদ বলেন, রাজনীতি দিন দিন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। ব্যক্তি স্বার্থের জন্য অনেকে রাজনীতিতে প্রবেশ করছে। এ ধরনের প্রবণতা ভবিষৎ প্রজন্মের জন্য সুখকর হবে না। তিনি বলেন, বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। যেকোনো ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিপক্ষে বিএনপি। কিন্তু জঙ্গি ও সন্ত্রাসের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা রয়েছে বলার চেষ্টা করছে সরকার। বিএনপির এই নেতা বলেন, সরকার যত চেষ্টাই করুক দেশে গণতন্ত্র না থাকলে জঙ্গিদের উত্থান অবধারিত। তা কেউ ঠেকাতে পারবে না। স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বক্তব্য রাখেন দলটির প্রচার সম্পাদক জয়নুল আবেদীন ফারুক, সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউল হক জিয়া প্রমুখ। ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে