মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৮:২৭

খালেদা জিয়ার নিরাপত্তা দেবে পুলিশ

খালেদা জিয়ার নিরাপত্তা দেবে পুলিশ

নিউজ ডেস্ক : আসন্ন পৌরসভা নির্বাচনে প্রচারণায় অংশ নিতে চাইলে ইসির নির্দেশনা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। তবে ইসির নির্দেশনার বাইরে পুলিশ তাকে বাড়তি কোনো সুবিধা দেবে না। সোমবার রাতে আইজিপি একেএম শহীদুল হক টেলিফোনে বিষয়টি জানিয়েছেন। বর্তমানে চলাফেরার সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে পুলিশের ৬ সদস্যের প্রটেকশন টিম থাকছে। এছাড়া খালেদা জিয়ার বাসভবন ও গুলশান কার্যালয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করছেন। রোববার ইসি কার্যালয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সংসদের বাইরে থাকায় খালেদা জিয়ার পৌর নির্বাচনের প্রচারণায় নামতে বাধা নেই বলে জানান। তবে প্রচারণার সময় পথসভার নামে তিনি শোভাযাত্রা বা জনসভা করতে পারবেন না বলে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, আইন বা বিধি ভঙ্গ করলে যেই হোন তার বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকারও আহ্বান জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভার মেয়র নির্বাচন হওয়ায় এতে বিধি অনুযায়ী সংসদ সদস্য এবং সংসদে আছেন এমন রাজনৈতিক দলের প্রধানরা প্রচারণায় অংশ নিতে পারছেন না। এ কারণে দলীয় প্রধান হলেও শেখ হাসিনা এবং এইচএম এরশাদ প্রচারণায় যেতে পারছেন না। এছাড়া বিরোধীদলীয় নেতা, মন্ত্রী, এমপি ও বিভিন্ন সিটি মেয়রদের ক্ষেত্রেও পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেয়ার ওপর আইনে নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ইতিমধ্যে অনেক সংসদ সদস্য প্রচারে নামার চেষ্টা করছেন বলে ইসির কাছে খবর আসছে। তিনি সংসদ সদস্যদের প্রতি আইন না ভাঙার পরামর্শ দিয়ে বলেন, ‘এমন কিছু করবেন না যাতে আমরা অপ্রস্তুত ও বিব্রতকর অবস্থায় পড়ি।’ একইসঙ্গে সরকারি সুবিধা না পাওয়া ব্যক্তিদেরও তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। নির্বাচন কমিশনারের ওই বক্তব্যের পরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৌর নির্বাচনে প্রচারণায় অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত হয়। তবে সাবেক এ প্রধানমন্ত্রীর নিরাপত্তা কি হবে সে বিষয়ে নির্বাচন কমিশন কিছুই জানায়নি। পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল হক জানান, ‘খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে নির্বাচন কমিশন যে নির্দেশনা দেবে সেভাবেই পুলিশ কাজ করবে। কমিশনের নির্দেশনার বাইরে পুলিশ কিছুই করবে না।’ অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন- অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার জন্য যা যা করার দরকার তার সবকিছুই আমরা করব। আচরণবিধি যাতে সবপক্ষ ঠিকমতো অনুসরণ করে সে বিষয়টি আমরা দেখব এবং যদি কোনো মাস্তান, চাঁদাবাজ কিংবা অপরাধী থাকে, যারা নির্বাচনে সমস্যা করতে পারে তাদের বিরুদ্ধে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। -যুগান্তর ০৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে