শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮, ১১:২১:৩৭

মনোনয়ন বঞ্চিতদের বিশেষ মূল্যায়ন

মনোনয়ন বঞ্চিতদের বিশেষ মূল্যায়ন

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হয়ে গেছে। তবে রাজনৈতিক কৌশলের কারণে এখনও তা প্রকাশ করেনি দলটি। ইতিমধ্যে মনোনয়ন পাওয়া না পাওয়ার বিষয়টি জেনে গেছেন প্রত্যাশী নেতারাও। বাইরে তারাও মুখ খুলছেন না দলীয় নিষেধের কারণে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত নেতার ভিড় কেবলই বাড়ছে। তারা প্রতিদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করছেন।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী মনোনয়ন বঞ্চিতদের একটি বার্তাই দিয়েছেন, তা হলো দল জিতলে সব কিছুই হবে। মূল্যায়নও করা যাবে। কিন্তু দল হারলে কিছুই থাকবে না।

সূত্রগুলো আরো বলছে, প্রধানমন্ত্রী নিজেও মনে করেন মনোনয়ন না পাওয়া একজন রাজনীতিবিদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তবুও দলের স্বার্থে যারা ত্যাগ স্বীকার করবে, তাদের দলও পুরস্কৃত করবে। তবে শর্ত হলো, নির্বাচনে তার এলাকায় নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে।

মনোনয়ন প্রত্যাশীরা ভিড় গণভবনে

এদিকে চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন মনোনয়ন প্রত্যাশীরা বৃহস্পতিবার রাতে ভিড় জমান গণভবনে। সূত্র জানায়, গণভবনে যেসব নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা হচ্ছে, সবার সঙ্গেই হাসিমুখে কথা বলছেন তিনি।

তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,এক একটি আসনে অনেক প্রার্থী। তারপর নির্বাচনি জোটও আছে। জরিপ অনুসারে সবখানে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচনি জোটের কারণেও কিছু আসন ছাড়তে হবে। তাই কেউ মনোনয়ন না পেলে মন খারাপ না করে কাজ করতে হবে। দলের বা জোটের হোক,প্রার্থীকে জিতিয়ে আনতে হবে।

তবে কাউকেই সবুজ কিংবা লাল সঙ্কেত নয়, দল মনোনীত প্রার্থীর পক্ষেই ঐক্যবদ্ধভাবে এলাকায় গিয়ে কাজ করার নির্দেশ দিচ্ছেন দলের সভানেত্রী।

এলাকায় গিয়ে কাজ করার নির্দেশ

আনুষ্ঠানিকভাবে মনোনয়ন তালিকা প্রকাশ না করা হলেও দলটির হাইকমান্ড থেকে নিশ্চিত মনোনয়ন পাওয়া এমপি-মন্ত্রী-নেতাদের মোবাইল ফোনের মাধ্যমে গ্রিনসিগন্যাল দিয়ে ঢাকায় পড়ে না থেকে নির্বাচনী এলাকায় গিয়ে নৌকার পক্ষে ভোট চাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে