মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫৭:৫৬

এবার ১৮ কেজি

এবার ১৮ কেজি

ঢাকা: দেশের বিভিন্ন বিমানবন্দবের স্বর্ণ উদ্বারের ঘটনা নতুন নয়। মাঝে মাঝেই দেশের বিভিন্ন বিমানবন্দরে স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটে। স্বর্ণ উদ্ধারের ঘটনা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। সোমবার রাত ৯টার দিকে কুয়ালালামপুর থেকে আসা একটি উড়োজাহাজ থেকে ১৬০টি স্বর্ণবার উদ্ধার করে। মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ১৯৬ ফ্লাইট ঢাকায় অবতরণ করার পর স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। পরে বিমানবন্দরে কর্মরত এপিবিএন এর সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার এমটি নিউজকে জানান, গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানটির আসনের নিচ থেকে ১৮ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি টাকা বলে জানান তিনি। ৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে