শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮, ০২:০১:০৮

খালেদা জিয়াকে জেলে রেখে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না : মান্না

খালেদা জিয়াকে জেলে রেখে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না : মান্না

নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মান্না বলেন, ‌ খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এই কথার মধ্যে কোনো ভুল নেই। এই কথা খুবই সত্যি।

তিনি বলেন, এর মানে বেগম জিয়া জেল থেকে না বের হলে আমরা নির্বাচন করবো না তা কি বলছি।

একাদশ নির্বাচনে আওয়ামী লীগকে কৌশলে পরাজিত করা হবে মন্তব্য করে মান্না বলেন, ‘বলছি, এমন কৌশল নেবো, এমনভাবে লড়াই করবো যাতে শত্রুকে আমরা পরাজিত করতে পারি’

প্রসঙ্গত, দুই মামলায় ১৭ বছরের সাজা নিয়ে দীর্ঘদিন ধরে কারাগারে বিএনপির চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্টও খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনঢ়।

জাতীয় ঐক্যফ্রন্টের একাধিক মহাসমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘প্রয়োজন হলে মরবো, তবু খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়ব।’

আজকের আলোচনা সভায় মুক্তিযোদ্ধা দলের নেতারা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে