মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৮:২৫:৩৪

চলতি মাসে ৪ লাখ পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে

চলতি মাসে ৪ লাখ পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে

ঢাকা: সারা দেশে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতাধীন এলাকায় ৩ লাখ ৯০ হাজার ৮শ’ ৩৮ পরিবারকে গত নভেম্বরে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন (বাপবি) বোর্ড নভেম্বর’ ২০১৫ পর্যন্ত সারা দেশে ১ কোটি ৩৬ লাখ পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে। বাপবি বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী আলোকিত বাংলাদেশ গড়তে প্রতিমাসে নতুন লাইন নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সারাদেশে ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে দেশের বিদ্যুৎ প্রত্যাশী পরিবারের মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এছাড়া ২০১৫-২০১৬ অর্থ বছরে ৩০ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসার যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নির্ধারণ করে তারই ধারাবাহিকতায় প্রতি মাসে এভাবেই নতুন গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে। ২০২১ মধ্যে শতভাগ এলাকা বিদ্যুতায়নের লক্ষ্যে আরো ৬০ লাখ নতুন পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসা হবে। এদিকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের বিদ্যুৎ প্রত্যাশী জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ১ লাখ ৩০ হাজার নতুন বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ, ১ হাজার ১০৭টি উপকেন্দ্র নির্মাণ, ১৩টি নতুন প্রকল্প গ্রহণ, প্রতি বছর ২৫ হাজার কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ, ৫৭ লাখ গ্রাহকের জন্য প্রি-পেইড মিটার এবং সিস্টেম লস সিঙ্গেল ডিজিটে হ্রাস করাসহ নানা পরিকল্পনা হাতে নিয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ইতোমধ্যে ৭৭টি পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় ২ লাখ ৮৯ হাজার কিলোমিটার লাইন নির্মাণ করেছে এবং এই সুবিধার আওতায় এসেছে ৪৫৩টি উপজেলা, ৫২ হাজার ৭শ’ গ্রাম এবং ১ কোটি ৩৬ লাখ গ্রাহক রয়েছে।-বাসস ৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে