রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ০৮:৫৫:১০

নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ক্ষমতা প্রয়োগে ২০ দলের সঙ্গে একমত ইসি

নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ক্ষমতা প্রয়োগে ২০ দলের সঙ্গে একমত ইসি

নিউজ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ ২৫ নভেম্বর রবিবার ২০ দলীয় জোটের সাথে বৈঠকে সিআরপিসি অ্যাক্ট অনুযায়ী নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ক্ষমতা প্রয়োগে ২০ দলীয় জোটের সাথে একমত হয়েছে নির্বাচন কমিশন।

এদিকে আজ বিকেলে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ইসির সাথে বৈঠকে বসে ২০ দলীয় জোট। বৈঠকে এসময় ২০ দলের পক্ষ থেকে ৩৩ দিন পর্যন্ত অজ্ঞাতনামা মামলা স্থগিতের দাবি জানানো হয়। তাছাড়া পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের সাময়িকভাবে দূরে রাখার দাবি জানিয়েছেন তারা।

তাড়া আরও জানান বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা কারচুপি করেছে তাদের পরিবর্তন করার দাবিও জানায় ২০ দল। তাড়া আরও দাবী করেন শুধু সরকারি দল নয়, নিবন্ধিত সব দলের প্রধানদের সাথে দুজন করে স্পেশাল ব্রঞ্চের অফিসার নিয়োগের দাবি জানান তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে