মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪৫:৫৫

তিনটি কারণে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

তিনটি কারণে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে আগামী ১২ ডিসেম্বর তিন দিনের সফরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু। সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় তার আগমনের উদ্দেশ্য ও বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরুপাক্ষ পাল। সফরকালে ‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা’ বিষয়ের ওপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩ ডিসেম্বর গণবক্তৃতা প্রদান করবেন। এ ছাড়া ‘সামষ্টিক স্থিতিশীলতা, ব্যক্তি খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি’ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ, গ্রামীণ অর্থনীতির চিত্র দেখতে মাঠপর্যায়ে পরিদর্শন করবেন। সবশেষে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। ১৫ ডিসেম্বর সন্ধ্যায় তিনি ঢাকা সফর শেষে ভারতের উদ্দেশে রওনা হবেন। উল্লেখ্য, কৌশিক বসু ১৯৫২ সালের ৯ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। দিল্লির সেন্ট স্টিফেন কলেজে পড়াশোনার পর লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পিএইচডি ডিগ্রি নেন এই প্রথিতযশা বাঙালী অর্থনীতিবিদ। ২০১২ সালের ১ অক্টোবর তিনি বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব নেন। উন্নয়নশীল দেশগুলো থেকে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ পদে অধিষ্ঠিত হন। এর আগে তিনি ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে