সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮, ১২:৪২:২২

সবচেয়ে বড় চমকে মুহিত-শিরীনের নাম না থাকা!

সবচেয়ে বড় চমকে মুহিত-শিরীনের নাম না থাকা!

নিউজ ডেস্ক: সবচেয়ে বড় চমকে মুহিত-শিরীনের নাম না থাকা! আওয়ামী লীগের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে দেখা দিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নাম না থাকা।  দলের উপদেষ্টা পরিষদের বর্ষীয়ান এই সদস্যের আসনে (সিলেট-১) দলীয় প্রার্থী করা হয়েছে তারই ছোট ভাই ও জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এম আবদুল মোমেনকে।  অবশ্য মুহিতের এই বাদপড়াটা ঘটেছে তার নিজের ‘ইচ্ছাতেই’।

বেশ কিছুদিন থেকেই তিনি বলে আসছিলেন, রাজনীতি থেকে অবসর নেবেন, আগামী নির্বাচনে দল থেকে প্রার্থীও হবেন না তিনি।  যদিও দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হলে সিলেট-১ আসন থেকে ফরম সংগ্রহ ও জমাও দিয়েছিলেন অর্থমন্ত্রী। সেটাও নাকি তার ভাই এ কে এম আবদুল মোমেনকে প্রার্থী করতে ‘চাপ সৃষ্টির’ কৌশল হিসেবে- এমনটা চাউর রয়েছে।

আগে থেকেই শোনা যাচ্ছিল, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনে মনোনয়ন পাচ্ছেন না। রোববার প্রার্থীদের মনোনয়নপ্রাপ্তির চিঠি প্রদানকালে সেই গুঞ্জনই বাস্তব হয়েছে। এ আসনে আবারও প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ আসনটি শেখ হাসিনার শ্বশুরবাড়ির এলাকা এবং দশম সংসদ নির্বাচনে এখান থেকে এমপি হন তিনি। পরে আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে জয়ী হন ড. শিরীন শারমিন চৌধুরী। পরে তাকে দশম সংসদের স্পিকার করা হয়। একাদশ নির্বাচনে শেখ হাসিনা রংপুর-৬ ছাড়াও নিজ আসন গোপালগঞ্জ-৩ থেকে প্রার্থী হয়েছেন।  এই দুইটি আসনে বিজয়ী হলে শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ রেখে রংপুর-৬ ছেড়ে দিবেন।   এই আসনে এবারও উপ-নির্বাচনে ড. শিরীন শারমিন চৌধুরীর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে