মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ১২:১৭:৩০

নিজামীর আইনজীবী যা বললেন

নিজামীর আইনজীবী যা বললেন

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, একাত্তরে রাজনৈতিক বিশ্বাসে পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন নিজামী। তার দল জামায়াতে ইসলামী পাকিস্তানের পক্ষ নিয়েই কাজ করেছে। সেই দলের একজন কর্মী হিসেবে তিনিও (নিজামী) রাজনৈতিক বিশ্বাসে পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন। তবে নিজামী ওই সময়ে সংঘটিত কোনো অপরাধে সরাসরি অংশ নিয়েছেন তা প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। খন্দকার মাহবুব বলেন, ‘আমরা আশা করছি ন্যায় বিচার হলে নিজামী খালাস পাবেন। তবে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরের আনা অভিযোগ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে নিজামীর বয়স এবং স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত লঘুদণ্ড দেবেন বলে আমরা আশা করছি।’ মঙ্গলবার সকালে নিজামীর মামলায় আপিলে সর্বশেষ যুক্তি খণ্ডন করে আদালতে বক্তব্য উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে আজ সকালে রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন করে যুক্তিতর্ক উপস্থাপন করেন খন্দকার মাহবুব। ৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে