মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ১২:৪২:০৯

‘পোশাক খাতে ইমেজ সংকট কাটিয়ে উঠেছে বাংলাদেশ’

‘পোশাক খাতে ইমেজ সংকট কাটিয়ে উঠেছে বাংলাদেশ’

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের ফলে বাংলাদেশ পোশাক শিল্প খাতের ইমেজ সংকট কাটিয়ে উঠেছে। তিনি বলেন, ‘তাজরিন ও রানা প্লাজায় অপ্রত্যাশিত দুর্ঘটনার ফলে অনেক দেশ বাংলাদেশ সম্পর্কে ভুল ধারনা পেয়েছিল। সরকারি ও বেসরকারি উদ্যোগের ফলে সে ইমেজ সংকট কাটিয়ে উঠেছে।’ মন্ত্রী সোমবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ এবং এ্যালায়েন্স আয়োজিত ‘৩য় ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং এন্ড ফায়ার সেফটি’ মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের কারখানাগুলোর অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। দেশের বেশির ভাগ কারখানা এখন কমপ্লায়েন্স হয়েছে। নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে শ্রমিকরা কাজ করছে। কারখানাগুলোর ফায়ার ও বিল্ডিং সেফটি এখন অনেক ভালো। নিরাপদ কাজের পরিবেশে শ্রমিকরা সন্তুষ্ট। বাংলাদেশের তৈরী পোশাক কারখানা পরিদর্শনের জন্য এ্যাকোর্ড এবং এ্যালায়েন্সের মেয়াদ আগামী ২০১৮ সালের জুলাই মাসে শেষ হবে। এগুলোর মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মাত্র কয়েকটি পণ্যের উপর জিএসপি সুবিধা প্রদান করতো। তাও বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানি কমেনি বরং বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী বলেন, গত ৫ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ২ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার, তা অর্জন করে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৯৬ ভাগ। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের টিকফা চুক্তি রয়েছে। কিন্তু বাংলাদেশকে বাণিজ্য সুবিধা দেয়া হচ্ছে না। বাংলাদেশের জিএসপি সুবিধার উপর স্থগিতাদেশ প্রত্যাহার না করা হলে, এ টিকফা চুক্তি অর্থহীন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গত ৫ মাসের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ২ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। লক্ষ্যমাত্রা অর্জন করে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৭৯ ভাগ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি সুখী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন। কিন্তু সে কাজ তিনি শেষ করে যেতে পারেননি। এখন তাঁরই সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সফল ভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তোফায়েল আহমেদ বলেন, বাঙালি বীরের জাতি যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। বাংলাদেশ এখন অর্থনৈতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন পাকিস্থানের তুলনায় অর্থনৈতিক সামজিক, রপ্তানি, রেমিটেন্স, রিজার্ভসহ সকল ক্ষেত্রেই এগিয়ে রয়েছে এবং এগিয়ে যাবে। অনুষ্ঠানে বিজিএমইএ-এর প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, সাহায্য সংস্থা এ্যালিভেট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যান স্পাউলডিং, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান এবং এ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি-এর ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন বক্তৃতা করেন। সূত্র: বাসস ৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে