মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০১:৫৮:৪৫

চুড়ি-ভ্যানিটি ব্যাগের বিরুদ্ধে স্মারকলিপি

চুড়ি-ভ্যানিটি ব্যাগের বিরুদ্ধে স্মারকলিপি

কুড়িগ্রাম: আসন্ন পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা প্রার্থীদের ‘অবমাননাকর’ প্রতীক বরাদ্দের প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদের নেতারা। তাই তারা সম্মানজনক প্রতীক বরাদ্দের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার সকালে তারা জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের কাছে স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রওশন আরা চৌধুরী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, মমতাজ আরা চৌধুরী শিল্পী, নাসরিন বেগম প্রমুখ। প্রসঙ্গত, নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের জন্য চুড়ি, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, পুতুল, চকলেট, হারমোনিয়াম, গ্যাসের চুলা, মৌমাছি ও আঙ্গুর প্রতীক বরাদ্দ করে। ৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে