মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০২:২১:২২

‘আগামী বাজেট হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার’

‘আগামী বাজেট হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার’

সিলেট: ২০১৬-২০১৭ অর্থ বছরে জাতীয় বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার দুপুরে সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটরিয়ামে স্থানীয় আওয়ামী লীগের কর্মিসভায় তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন,‘গত বাজেট ছিল ৩ লাখ কোটি টাকা ছিল। এবারের বাজেটে আরো ৪০ হাজার কোটি টাকা বাড়ানো হতে পারে। এমনটাই আমি চিন্তা করছি।’ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘২০০৯ সালের নির্বাচনে শেখ হাসিনা আওযামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন। সেই ইশতেহারে ছিল- বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ গড়া হবে, ডিজিটাল বাংলাদেশ গড়া হবে। ২০১৪ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া উন্নয়নে বাধা সৃষ্টি করেছেন। দেশব্যাপী জ্বালাও-পোড়াও করেছেন। তারপরও বিশ্ব ব্যাংকে স্বল্প উন্নত ৪৮ দেশের মধ্যে শিক্ষা, শিল্প, কৃষি ও মানবউন্নয়ন সূচকে বাংলাদেশ নেতৃত্ব স্থানে রয়েছে।’ বিশ্বব্যাংকের হিসাব অনুসায়ী বর্তমানে বাংলাদেশ নিম্নমধ্য আয়ের দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৮ সালের জাতিসংঘের বিশেষ কমিটির সভায় বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাবে বলে আমাদের ধারণা। এ সময় মধ্য আয়ের দেশে পরিণত হলে ২০২১ সালের মধ্যে আমদানী ও রপ্তানীসহ অন্যান্য ক্ষেত্রে যেসব সাহায্য-সহযোগিতা পাই সেগুলো কমে আসবে।’ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, অর্থমন্ত্রীর ছোট ভাই ড. একে মোমেন প্রমুখ। ৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে