মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৭:১৭:০৮

বিমান নেই কেন?

 বিমান নেই কেন?

ঢাকা : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর নির্বাচনী প্রতীকে চুড়ি কেন, বিমান নেই কেন? সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীকসমূহ খুব অপমানজনক। মঙ্গলবার ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে র‌্যালি পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সমাবেশের আয়োজন করে মহিলা বিষয়ক অধিদপ্তর। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। প্রতিমন্ত্রী বলেন, আসন্ন পৌর নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের জন্য নির্ধারিত এসব প্রতীক সনাতনী চিন্তার বহিঃপ্রকাশ। নারী আজ কেবল চুড়ি পরে গৃহের অভ্যন্তরে বন্দি নয়। মেহের আফরোজ চুমকি বলেন, নারীরা আজ বিমান, ট্রেন, রাইফেল ও স্টেনগান চালাচ্ছে। নারীর প্রতীক শুধুমাত্র চুড়ি, পাটাপুঁতা ও হাড়ি-পাতিল নয়, নারী এখন সব কিছুর প্রতীক। প্রতিমন্ত্রী বলেন, অতীতেও নারী প্রার্থীদের এ ধরনের বিব্রতকর প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ করেছে, যার প্রতিবাদও হয়েছে। এরপরও নির্বাচন কমিশনের এ ধরনের দায়িত্বহীনতা দুঃখজনক। নির্বাচন কমিশনারদের মধ্যে নারী সদস্য নিয়োগ দেয়ার আহ্বান জানান তিনি বলেন, কমিশনারদের মধ্যে নারী থাকলে এসব স্পর্শকাতর বিষয় গোচরে নিতেন। র‌্যালিটি রাজধানীর ইস্কাটনের মহিলা ভবনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় যাদুঘরের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাছিমা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক এ বি এম জাকির হোসেন। ৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে