মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৮:২৩

‘আমাদের সম্পর্ক হিমালয়ের মতো’

‘আমাদের সম্পর্ক হিমালয়ের মতো’

ঢাকা : আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ক্ষমতাসীন জোট দলগতভাবে পৌরসভা নির্বাচন করবে। ১৪ দলীয় জোট মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। স্থানীয় নির্বাচন আলাদাভাবে করলেও কোনো প্রভাব পড়বে না জোটে। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, দলগতভাবে স্থানীয় নির্বাচন করলে প্রত্যেক দলের আলাদা আলাদা মূল্যায়নের সুযোগ তৈরি হয়। দলে সুসংগঠিত হওয়া যায়। সে কারণেই আলাদা আলাদাভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, এতে জোটে কোনো ভুল বোঝাবুঝি হবে না। কারণ আমাদের সম্পর্ক হিমালয়ের মতো অটুট। এটা ভবিষ্যতেও থাকবে। এসময় তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো কোনো দলের প্রধান পৌর নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করবেন, কিন্তু নির্বাচনে মন্ত্রী-এমপিদের সেই সুযোগ না রাখার সিদ্ধান্ত ঠিক হয়নি। ৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে