শনিবার, ০৮ ডিসেম্বর, ২০১৮, ১২:২৮:০৬

বিএনপির হয়ে লড়বেন যে নয় নারী প্রার্থী

বিএনপির হয়ে লড়বেন যে নয় নারী প্রার্থী

নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে মাত্র ৯ জন রয়েছেন নারী।

আজ শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির এই ৯ নারী প্রার্থী হলেন, রংপুর-৩ আসনে রিটা রহমান, নাটোর-১ কামরুন্নাহার, নাটোর-২ সাবিনা ইয়াসিমন ছবি, সিরাজগঞ্জ-১ রুমানা মোরশেদ কনক চাঁপা, ঝালকাঠি-২ জেবা আমিন খান, শেরপুর-১ ডা. সানসিলা জেবরিন, নেত্রকোনা-৪ আসনে তাহমিনা জামান, ফরিদপুর- শামা ওবায়েদ এবং কক্সবাজার-১ আসনে মনোনয়ন পেয়েছেন হাসিনা আহমেদ।

বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৬ জন নারী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে