শনিবার, ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩৭:৫১

জরুরী বৈঠক থেকে বেরিয়ে যা বললেন ঐক্যফ্রন্ট নেতারা

জরুরী বৈঠক থেকে বেরিয়ে যা বললেন ঐক্যফ্রন্ট নেতারা

নিউজ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগিতে মীমাংসা না হওয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারেনি জাতীয় ঐক্যফ্রন্ট। এদিকে আজ (৮ ডিসেম্বর) শনিবার বেলা ১১টায় ফের জরুরী বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। ঐক্যফ্রন্টের বৈঠকে এ সময় বলা হয় যে কোনো সময় প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হতে পারে।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ইতিমধ্যে ২০৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি। কিন্তু বিএনপিকে জাতীয় ঐক্যফ্রন্ট আসনের যে চাহিদা দিয়েছে, তা নিয়ে মতানৈক্য দেখা দেয়ায় গতকাল শুক্রবার প্রার্থী ঘোষণা করা হয়নি বলে এক সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে গণফোরামের গণমাধ্যম সমন্বয়ক লতিফুর বারী হামীম সাংবাদিকদের বলেন, ‘আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনো চলছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আজ যেকোনো সময় প্রার্থী ঘোষণা করা হতে পারে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে