মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৬:১১

ছেলের সন্ধানে ম্যানহোলে লাফিয়ে পড়েও লাশ পেলেন মা

ছেলের সন্ধানে ম্যানহোলে লাফিয়ে পড়েও লাশ পেলেন মা

নিউজ ডেস্ক : আর কোনোদিন ম্যানহোলের পাশ দিয়ে যেতে দেখা যাবে না শিশুটিকে। ম্যানহোলই ছিল যে শিশুটির শেষ ঠিকানা। অবুঝ শিশুটি বুঝতে পারেনি ম্যানহোল কি? তাই হয়তো ম্যানহোলের ওপর দিয়ে যাচ্ছিল শিশুটি। রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে ম্যানহোল দিয়ে স্যুয়ারেজ লাইনের ভেতর পড়ে যায় ইসমাইল হোসেন নীরব নামের ৬ বছরের শিশুটি। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বড়ইতলা জাগরণী মাঠের পশ্চিম দিকের পালপাড়া রোডের স্যুয়ারেজ লাইনে পড়ে যায় শিশুটি। প্রায় চার ঘণ্টা পর রাত ৮টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে থেকে এক কিলোমিটার দূরে শ্যামপুর লঞ্চঘাট এলাকায় মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। স্যুয়ারেজ লাইনে ছেলের পড়ে যাওয়ার খবরই পেয়েই লাফিয়ে পড়েন তার মা নাজমা বেগম। কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে উঠে আসেন মা। পরে স্থানীয়রাও চেষ্টা করেন। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পানির তলদেশে দেখার জন্য বিশেষ আলোর ব্যবস্থা থাকলেও ওই স্যুয়ারেজ লাইনের শিল্প-কারখানার বর্জ্য মিশ্রিতি কালো পানির জন্য তাদের যন্ত্র কাজে আসছিল না। অবশেষে মায়ের কাছে লাশ হয়ে ফিরল শিশুটি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওসি এনায়েত হোসেন জানান, শিশুটি উন্মুক্ত ম্যানহোল দিয়ে সুয়ারেজের লাইনে পড়ে যায়। ৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে