মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৫:০৪

‘ও আমার নীরব রে, আমারে ছাইড়া গেলি!’

‘ও আমার নীরব রে, আমারে ছাইড়া গেলি!’

নিউজ ডেস্ক : ‘ও আমার নীরব রে, আমারে ছাইড়া গেলি! এখন আমার কি অব রে, তোরে ছাড়া আমি কেমনে বাঁচিমু’ এভাবেই আকুতি শোনা যায় নীরবের মায়ের কণ্ঠে। রাজধানীর কদমতলীর শ্যামপুরে একটি সুয়ারেজ লাইনের ম্যানহোলে পড়ে যায় নীরব নামের ৬ বছরের শিশুটি। শ্যামপুরের বরইতলার পাশে নাগরদোলা দেখতে গিয়েই ম্যানহোলে পড়ে যায় শিশু নীরব। ছেলের ম্যানহোলে পড়ে যাওয়ার খবর পেয়ে তার মা ম্যানহোলে লাফিয়ে পড়েন, কিন্তু কোনো সন্ধান পাননি তিনি। ব্যর্থ হয়ে উপরে উঠে আসেন তিনি। প্রায় সাড়ে চার ঘণ্টা পর তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বেশ দূরে শ্যামপুর স্লুইসগেট এলাকায় তাকে পাওয়া যায়। উদ্ধার করে নিয়ে আসার পর ফায়ার সার্ভিস কর্মীর কোলে নীরবকে অচেতন অবস্থায় দেখা যায়। কদমতলী থান সূত্রে জানা গেছে, রাজধানীর শ্যামপুর মাঠসংলগ্ন এলাকায় নীরবদের বাসা। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। নীরবের পুরো নাম সাইফুল ইসলাম নীরব। পানির তলদেশে দেখার জন্য বিশেষ আলোর ব্যবস্থা থাকলেও ওই স্যুয়ারেজ লাইনের শিল্প-কারখানার বর্জ্য মিশ্রিতি কালো পানির জন্য তাদের যন্ত্র কাজে আসছিল না। অবশেষে মায়ের কোলে লাশ হয়ে ফিরল শিশুটি। এদিকে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওসি এনায়েত হোসেন জানান, শিশুটি উন্মুক্ত ম্যানহোল দিয়ে সুয়ারেজের লাইনে পড়ে যায়। ৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে