মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৩:০০

ফেসবুক নিয়ে খালেদা জিয়ার বক্তব্য

ফেসবুক নিয়ে খালেদা জিয়ার বক্তব্য

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, পৌর নির্বাচনে সরকার চোরামি করে জনপ্রিয়তা দেখাতে চাচ্ছে। এ নির্বাচন লোক দেখানো প্রহসনের নির্বাচন। গত সিটি নির্বাচনেও যা দেখার দেখেছেন আপনারা। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ বলে বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদের দল। কিন্তু বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদে বিশ্বাসী নয়। আওয়ামী লীগ থাকলেই জঙ্গিবাদের উত্থান হবে। জঙ্গিবাদ নিয়ে ফেসবুকে বেশি লেখালেখি হয় বলেই মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে ফেসবুক বন্ধ করে দিয়েছে। পৌরনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতাসীনরা লোক দেখানোর জন্য পৌরসভা নির্বাচন দিয়েছে। অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনকে বাদ দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবিও জানান তিনি। সরকারের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, পৌরসভা নির্বাচনের জন্য আপনারা যে নীলনকশা ও ষড়যন্ত্র তৈরি করেছেন। তার সব তথ্য আমাদের কাছে আছে। ভাববেন না আমাদের কাছে কোনো তথ্য আসে না। পৌর নির্বাচন বাদ দিয়ে জাতীয় নির্বাচন দিয়ে প্রমাণ করুন জনগণ কাদের চায়। মঙ্গলবার রাতে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি ছাত্রদলের গুম হওয়া ৪ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। অনুদানপ্রাপ্তরা হলেন ফেনীর সোনাগাজী ছাত্রদলের সদস্য জামশেদ আলম, বগুড়ার সোনাতলী থানার ছাত্রদলের আরেক সদস্য শিহাব উদ্দিন সেলিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নয়ন বাছার। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-সভাপতি নাজমুল হাসান, দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে