বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ১০:১৬:৩৪

বেগম রোকেয়া দিবস আজ

বেগম রোকেয়া দিবস আজ

ঢাকা : অভিক্ত বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস আজ। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন মহিয়সী এই নারী। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। খ্যাতিমান বাঙালী সাহিত্যিক ও সমাজ সংস্কারক। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্র্ষিকী উপলক্ষে প্রতিবছর ৯ ডিসেম্বর দেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। এ বছর বেগম রোকেয়ার ১৩৫তম জন্ম ও ৮৩তম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন। এ বছর রোকেয়া পদক-২০১৫ এর জন্য মনোনিত হয়েছেন মুক্তিযোদ্ধা ড. তাইবুন নাহার রশীদ এবং ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। আজ রাজধানীর ওসমানী মিলনায়তনে এই দুই জন বিশিষ্ট ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেয়া হবে। রোকেয়া দিবস উপলক্ষে আজ থেকে রংপুরের পায়রাবন্দ গ্রামে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা ও মিঠাপুকুর উপজেলা প্রশাসন যৌথভাবে আলোচনা সভাসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৯টায় বেগম রোকেয়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। এছাড়াও মিলাদ মাহফিল, স্বেচ্ছা রক্তদান কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী রোকেয়া মেলা, বেগম রোকেয়ার ওপর মুক্ত আলোচনা ও বর্ণাঢ্য সাস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে