বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ১২:৩০:৫০

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৭ বছরে সর্বনিম্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৭ বছরে সর্বনিম্ন

ঢাকা: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে হ্রাস পাচ্ছে। এখন তা গত সাত বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। বিশ্ববাজারে বৃহস্পতিবার প্রতি ব্যারেল অশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৪০ ডলারের নীচে। ২০০৯ সালের ফেব্রুয়ারির পর এটা সর্বনিম্ন দাম। তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক সদস্য দেশগুলোর ওপর কোনো কোটা বা সীমা বেধে দিতে অস্বীকৃতি জানানোর পর তেলের দামের এ পতন হলো। মঙ্গলবার প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে ৩৯.৯০ ডলারে। আগের দিনের চেয়ে দাম কমেছে ২.৪ শতাংশ। গত শুক্রবার ভিয়েনায় ওপেকের বৈঠকে সদস্য দেশগুলোর জন্য তেল উৎপাদনে কোনো কোটা নির্ধারিত না হওয়ায় দাম পড়তে শুরু করে। বর্তমান তেলের যা চাহিদা তার চেয়ে উৎপাদন বেশি হচ্ছে। বিশ্বব্যাপী এখন চাহিদার চেয়ে দৈনিক ২৫ লাখ থেকে ৩০ টন বেশি তেল উত্তোলন করা হচ্ছে। সূত্র: রয়টার্স ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে