বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০২:৪৮:৪২

‘১০ মিনিটেই প্রাণ হারায় নীরব’

‘১০ মিনিটেই প্রাণ হারায় নীরব’

ঢাকা : রাজধানীর শ্যামপুরে স্যুয়ারেজের খোলা ম্যানহোলে পড়ে মারা যাওয়া শিশু ইসমাইল হোসেন নীরবের (০৬) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শিশুটি ম্যানহোলে পড়ার ১০ থেকে ৩০ মিনিটের মধ্যেই শ্বাসরোধ হয়ে মারা যায় বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. কাজী। বুধবার সকালে ঢামেকের ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. কাজী মো. আবু সামা, সহকারী অধ্যাপক ডা. একেএম শফিউজ্জামান, প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ও ডা. খবির সোহেলকে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড ময়নাতদন্ত করেন। ময়নাতদন্ত শেষে ডা. কাজী মো. আবু সামা বলেন, ম্যানহোলে পড়ে যাওয়ার ১০ থেকে ৩০ মিনিটের মধ্যে মৃত্যু হয় শিশু নিরবের। ম্যানহোল থেকে স্রোতে ভেসে যাওয়ার কারণে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে খেলা করার সময় শিশুটি বাড়ির অদূরে ম্যানহোলে পড়ে যায়। ম্যানহোলের মধ্যে শিশু পড়ে যাওয়ার খবরে আশপাশের হাজার হাজার মানুষ ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয় অনেকে শিশুটিকে উদ্ধারের জন্য নেমে পড়েন ম্যানহোলে। অনেকে নীরবের জন্য প্রার্থনা করতে থাকেন। ততক্ষণে খবর পেয়ে সেখানে ছুটে আসে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। আসেন ফায়ার সার্ভিসের অন্তত ২০ জন ডুবুরি। তারা স্যুয়ারেজ লাইনে নেমে শিশুটিকে উদ্ধারের প্রাণপণ চেষ্টা চালান। প্রায় চার ঘণ্টা প্রাণান্ত চেষ্টার পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে রাত ৮টার দিকে বুড়িগঙ্গা নদীর তীরসংলগ্ন স্লুইস গেটে দেখা মেলে নীরবের নিথর দেহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে